About Us
Md. Razib Hossain - (Kushtia)
প্রকাশ ২০/০৭/২০২১ ০৪:৩৫পি এম

টাঙ্গাইলে ঈদুল আজহা উদযাপন

টাঙ্গাইলে ঈদুল আজহা উদযাপন Ad Banner
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামে ৪০ পরিবার উদযাপন করছে পবিত্র ঈদুল আজহা। ২০১২ সাল থেকে এ গ্রামের মানুষ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছে।

মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টায় স্থানীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, নামাজে দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। তবে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজ মসজিদে আদায় করলেও কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি মুসল্লিদের। স্থানীয়রা ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন।

স্থানীয় বাসিন্দা জমির হোসন বলেন, দেশের ঈদের একদিন আগে ঈদ পালন করে থাকি আমরা। ঈদের নামাজ আদায় করার পর খুব ভালো লাগছে। আশাকরি সবসময় এমন ভাবেই এই নিয়ম পালন করতে পারবো।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ