About Us
Md. Razib Hossain - (Kushtia)
প্রকাশ ২০/০৭/২০২১ ০২:২১পি এম

পাংশায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

পাংশায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত Ad Banner
রাজবাড়ীর কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কের পাংশা বাসস্টান্ড এলাকায় ট্রাক ও ত্রি হুইলা‌রের মু‌খোমু‌খি সং‌র্ঘষে একই প‌রিবা‌রের তিনজন নিহত হ‌য়ে‌ছেন।

সোমবার (১৯ জুলাই) দিবাগত রাত সা‌ড়ে ১২টার দি‌কে এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন ইসহাক শেখ (৩৫), তার কন‌্যা শিখা (১০) ও পুত্র আব্দুল মা‌লেক (৫)। এ ঘটনায় তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়ে‌ছে। নিহতরা কু‌ষ্টিয়া জেলার কুমারখা‌লি উপ‌জেলার বা‌সিন্দা। নিহত ইসহাক শেখ সাভা‌রের এক‌টি পোশাক কারখানায় কাজ কর‌তেন।

স্থানীয়রা জানান, রা‌তে ‌দৌলত‌দিয়‌া থে‌কে ছে‌ড়ে আসা এক‌টি ত্রি হুইলার (মা‌হেন্দ্রা) পাংশা বাসস্টান্ড এলাকায় পৌঁছা‌লে বিপরীত দি‌ক থে‌কে ছে‌ড়ে আসা এক‌টি ট্রা‌কের মু‌খোমু‌খিা সংঘ‌র্ষে এ দুর্ঘটনা ঘ‌টে।

পাংশা ফায়ার সা‌র্ভিসের স্টেশন অ‌ফিসার র‌য়েল আহ‌ম্মেদ ব‌লেন, ঘটনা‌টি জানার পর দ্রুত ঘটনাস্থ‌লে পৌঁছাই। ঘটনাস্থ‌লেই দুইজন নিহত হয়। হাসপাতা‌লে নেওয়ার পর আরও একজন মারা যান।

নিহতদের মর‌দেহ কু‌ষ্টিয়া হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ