About Us
Md. Jamil Hossan - (Narayanganj)
প্রকাশ ২০/০৭/২০২১ ০২:৩৩পি এম

সততার টাকায় কোরবানী

সততার টাকায় কোরবানী Ad Banner
২০০০ সাল ঢাকার নয়াবাজার কোরবানির পশুর হাটে এই গরুটির দাম হাঁকানো হয় দেড় লাখ টাকা, এতো দামে এই গরু কেউ কিনতে পারেনি।

২০২০ সালে মাত্র ২০ বছরে ৩০ লাখ টাকা দামের গরুও কোরবানী হয়েছে! তাহলে কি মানুষ এই ২০ বছরে ব্যাপক স্বাবলম্বি? না কি ব্যাপক অর্থনৈতিক উন্নতি ঘটেছে?

আমি বলবো, 'না'। এই ২০ বছরে কিছু মানুষ বিবেক ও সততাকে বিসর্জন দিয়েছে। শিক্ষিতদের মধ্যে বেশি ভাগ অংশ প্রতারনা করছে, রাজনীতি দুর্নীতিবাজদের হাতে চলে গেছে,
শিক্ষক সমাজ শিক্ষার নামে ব্যাবসায় নেমেছে, অবৈধ উপায়ে অর্থ উপার্জনের প্রবনতা বেড়ে গেছে।

সুদ,ঘুষ অবৈধ ব্যবসা বেড়েছে, সম্পদের পাহাড় গড়তে কিছু মানুষ অবৈধ পথ কে ও বৈধতা দিয়েছে। ২০ বছর আগে মানুষ সৎ ছিলো,আদর্শ ছিলো তাই দেড় লাখ টাকা দামের গরু কোরবানী দিতে পারেনি, আর এখন ৩০ লাখ টাকা দামের গরু লোক দেখানো জবাই দিচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ