About Us
Md SaharuzzamanTuhin - (Chapainawabganj)
প্রকাশ ২০/০৭/২০২১ ০১:০৬পি এম

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ঈদ সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ঈদ সামগ্রী বিতরণ Ad Banner
করোনাকালে মানুষ অসহায় হয়ে গেছে।তার মাঝেই ঈদুল-আজহা চলে এসেছে।লকডাউনে কর্মহীন থাকায় অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে করোনাকালীন সময়ে ও ঈদুল- আজহা উপলক্ষে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রহনপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বাবুরঘন মহাল্লায় উত্তর রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পাড়ায় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সোমবার সন্ধ্যায় বিতরন করেন। এই সময় রহনপুর পৌরসভা সাবেক ভারপ্রাপ্ত মেয়র শীষ মোহাম্মদ এর ভাই বিশিষ্ট সমাজ সেবক নেশ মোহাম্মদ (মন্টু) উপস্থিত ছিলেন ।

আরো ছিলেন আনসার আলী মমিন, মুনসুর আঃ মান্নান, ফিটু, আনসারুল হক, সাইফুল ইসলাম, মন্টু প্রমুখ। মোট ১৬০ জন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ