About Us
Md. Ahesanul Haque Khan Anto - (Kishoreganj)
প্রকাশ ১৯/০৭/২০২১ ১০:৩৫পি এম

হে প্রিয় "হুমায়ূন আহমেদ"

হে প্রিয় "হুমায়ূন আহমেদ" Ad Banner
নীল শাড়িতে সাজবে না আর কখনো রূপা, কান্না চলে আসা চোখযুগল আড়াল করে আর হাসিমুখে বলবে না, "হ্যালো হিমু, কোথায় আছ?"

খালি পায়ে হলুদ পাঞ্জাবীতে রাতের আধারে আর কখনো হাঁটবে না হিমু। সব কিছুতে অনুভূতিহীন হয়ে উড়িয়ে দেওয়া আর সবাইকে হুটহাট চমকে‌ দিয়ে আড়াল হবে না।

মোটা ফ্রেমের চশমায় শুভ্র, আর কখনো বাবার সাথে কথাবার্তায় অস্বস্তিতে ভুগবে না। চাপা স্বভাবের জন্য তাকে আর কখনো দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে না।
মিসির আলী আর কখনো রহস্যের মীমাংসা করবে না। সিগারেটের ধোঁয়ার সাথে সাথে খুলবে না নতুন কোনো সমস্যার সমাধান। খালি এসট্রে রুমের এককোণে পড়ে থাকবে।

সবার মন খারাপ করে "গল্পের জাদুকর" যে চলে গেছে একাকী বহুদূরে‌ । ভক্তদের মন আজো কাঁদছে আর বলছে, "অনেক ভালো থেকো", প্রিয় লেখক❤️।
২০১২ সালের আজকের এইদিনে জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ পরপারে পাড়ি জমিয়েছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ