About Us
রফিকুল ইসলাম - (Joypurhat)
প্রকাশ ১৯/০৭/২০২১ ১১:২৭পি এম

জয়পুরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জয়পুরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু Ad Banner
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কল্যাণপুর এলাকায় মাঠে মাছ ধরার সময় বজ্রপাতে আসাদুল হক বাবু (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুল হক বাবু পাঁচবিবি উপজেলার কল্যাণপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, সোমবার বিকেলে বাড়ির পাশের একটি জমিতে আসাদুল হক বাবুসহ কয়েকজন মাছ ধরতে যান। এসময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে কৃষক আসাদুলের পুরো শরীর ঝলসে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ