About Us
mir khairul alam - (Satkhira)
প্রকাশ ১৯/০৭/২০২১ ০৯:১২পি এম

আশাশুনিতে ৫ম দিনে ২২৫ জনকে টিকা প্রদান

আশাশুনিতে ৫ম দিনে ২২৫  জনকে টিকা প্রদান Ad Banner
সারাদেশের ন্যায় আশাশুনি উপজেলায় পুনরায় করোনা টিকাদান শুরুর ৫ম দিনে ২২৫ জনকে টিকা দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জুলাই) আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমে পরিচালনা করা হয়।

সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত টিকা প্রদান করা হয়। পূর্বে নিবন্ধনকৃত ও চলতি নিবন্ধনকরা ব্যক্তিরা টিকা গ্রহন করেন। এনিয়ে ২য় দফায় ৫ দিনে ১০১৩ জন টিকা গ্রহন করলো।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ