About Us
Md Rabiul Islam - (Jamalpur)
প্রকাশ ১৯/০৭/২০২১ ১১:২৩পি এম

করোনার মধ্যে ডেঙ্গু রোগী বাড়ছে হাসপাতালে

করোনার  মধ্যে ডেঙ্গু রোগী বাড়ছে হাসপাতালে Ad Banner
২০১৮ সালের ডেঙ্গু জ্বরে তিন শতাধিক প্রাণহানির পর নড়েচড়ে বসেছিল স্বাস্থ্য সংশ্লিষ্টরা যার দরুন পরের বছর গুলো ডেঙ্গুকে প্রতিরোধ করা গিয়েছিল। তবে করোনা মহামারির জন্য গত বছর থেকে মনযোগ বেশি দেয়া হয়নি ডেঙ্গু প্রতিরোধে। যার ফলে কয়েক দিনে আশংকাজনক হারে হাসপাতালে বাড়ছে ডেংগু রোগী।

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন চার শতাধিক রোগী। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭৫ জন রোগী। এর মধ্যে ৭৪ জন রাজধানীর ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি এবং একজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৩ জনে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৯৮ জন ও ঢাকার বাইরের হাসপাতালে পাঁচজন রোগী ভর্তি রয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ