About Us
MD.SHAHID IMRAN RASEL - (Khagrachhari)
প্রকাশ ১৯/০৭/২০২১ ০৮:১৬পি এম

মারা গেছেন মহানবী সঃ কে ব্যাঙ্গকারী সেই কার্টুনিস্ট

মারা গেছেন মহানবী সঃ কে ব্যাঙ্গকারী সেই কার্টুনিস্ট Ad Banner
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কার্টুন অঙ্কন করে দুনিয়া জুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেন কার্ট ওয়েস্টারগার্ড। ডেনিশ সেই কার্টুনিস্টের মৃত্যু হয়েছে । মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। তবে দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে কার্ট ওয়েস্টারগার্ড ১৯৮০ সাল থেকে জিলল্যান্ড পত্রিকায় কার্টুনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। ২০০৫ সালে মহানবীকে নিয়ে কার্টুন আকেন তিনি। এ ঘটনায় ব্যাপক সমালোচিত হন তিনি

তার এই কার্টুন আকা নিয়ে গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায় সে সময় তীব্র বিক্ষোভে ফেটে পড়ে। বিশ্বর অনেক দেশে অবম্থিত ডেনমার্কের দূতাবাসে হামলার ঘটনা ঘটে। ওই সময়ে বেশ কিছু মানুষের প্রাণহানি ঘটে। অনেকে তাকে হত্যার হুমকি দেয়। ওই ঘটনার পর ২০১২ সালে ফরাসি ম্যাগাজিন শার্লি হেবদো মুহাম্মদ(সঃ) এর কার্টুন ছাপা হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ম্যাগাজিনটির অফিসে হামলার ঘটনা ঘটে । এতে প্রায় ১২ জনের প্রাণহানি ঘটে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ