About Us
Md.Abu Munif Al Mukim - (Nilphamari)
প্রকাশ ১৯/০৭/২০২১ ০৮:০৭পি এম

মোর এই সত্তা

মোর এই সত্তা Ad Banner
লেখক – মোঃ আবু মুনিফ আল মুকিম ।

বেদনায় বিষাক্ত আজ এই মন
আসলে কী এরই নাম জীবন,
সততা,ন্যায় নীতি, মূল্যবোধ
এসব কিছুই কী করছে আমায় প্রতিরোধ।
সবর্দাই চেষ্টা করি হয়না যেন ত্রুটি বিচ্যুতি
তবুও কেন হয় শেষে করুণ পরিনতি।
এই যদি হয় জীবনের পরিক্ষা
তবে প্রার্থনা হে সৃষ্টিকর্তা,
যতই আসুক ঝড় তুফান বাধা বিপত্তি
আদর্শ ও ন্যায়ের পথে থাকবই আমি সত্যি।
মিনতি শুধু করি হে সৃষ্টিকর্তা
ন্যায় নীতি ও ধর্মীয় মূল্যবোধের উপর
রেখো মোর এই সত্তা।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ