About Us
মঙ্গলবার, ০৩ অগাস্ট ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Md.Omor Ali Mollah
প্রকাশ ১৯/০৭/২০২১ ০৮:০৫পি এম

কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের সদস্যদের শপথ গ্রহন

কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের সদস্যদের শপথ গ্রহন Ad Banner
গাজীপুরের কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাংগালিয়া, বাহাদুরসাদী, জামালপুর, মোক্তারপুর, তুমলিয়া ও বক্তারপুর ইউনিয়নের ৫৪ জন্য সাধারণ সদস্য ও ১৮ জন সংরক্ষিত মহিলা সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকটিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এই সময় উপস্থিত ইউপির নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে ইউএনও মো.শিবলী সাদিক বলেন, বর্তমান করোনা ভাইরাস মহামারী রোধে সরকারের বিধি নিষেধ নিজেরা মেনে চলবেন। মাস্ক পড়ে নিজেরা চলাফেরা করবেন। যার যার ওয়ার্ডের জনসাধারণকে মাস্ক পড়ায় উদ্বুদ্ধ করে করোনা সংক্রমণ মোকাবেলায় গণসচেতনতা সৃষ্টি করবেন। পাশাপাশি পাড়ায় মহল্লায়, অলিগলিতে ও চায়ের দোকানে অহেতুক বসে জনসাধারণ যাতে আড্ডা না দেয় সেদিকে খেয়াল রেখে তাদের স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিবেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমাদের সকলের সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজেকে বাঁচতে হবে এবং পরিবারকে বাঁচানোর লক্ষে গণসচেতনতা সৃষ্টি করতে হবে।

এই সময় উপস্থিত ইউপির নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে ইউএনও মো.শিবলী সাদিক বলেন, বর্তমান করোনা ভাইরাস মহামারী রোধে সরকারের বিধি নিষেধ নিজেরা মেনে চলবেন। মাস্ক পড়ে নিজেরা চলাফেরা করবেন। যার যার ওয়ার্ডের জনসাধারণকে মাস্ক পড়ায় উদ্বুদ্ধ করে করোনা সংক্রমণ মোকাবেলায় গণসচেতনতা সৃষ্টি করবেন। পাশাপাশি পাড়ায় মহল্লায়, অলিগলিতে ও চায়ের দোকানে অহেতুক বসে জনসাধারণ যাতে আড্ডা না দেয় সেদিকে খেয়াল রেখে তাদের স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিবেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমাদের সকলের সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজেকে বাঁচতে হবে এবং পরিবারকে বাঁচানোর লক্ষে গণসচেতনতা সৃষ্টি করতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ