About Us
Abu Sadek Muhammad Nayeem - (Chattogram)
প্রকাশ ১৯/০৭/২০২১ ০৩:০৪এ এম

ভারতে বানরের মদ খাওয়ার ভিডিও ভাইরাল

ভারতে বানরের মদ খাওয়ার ভিডিও ভাইরাল Ad Banner
ভারতে এক মদের দোকানে ঢুকে নিজেই বোতলের ছিপি খুলে একটি বানরের মদ খাওয়ার ভিডিও নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে।বিরল এই ভিডিওটি ধারণ করা হয় দেশটির মধ্যপ্রদেশের মন্ডলা জেলায়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বানরটি সেই দোকানে সাজিয়ে রাখা বোতলের সারি থেকে একটি বোতল নিয়ে পাশের টেবিলে বসে পড়ে।তারপর বেশ কয়েক মিনিটের চেষ্টায় বোতলের ছিপিটি কামড়ে খুলে ফেলে।এরপর মদ পান করতে শুরু করে।এসময় বানরটির সামনে একটি লোককে বসে থাকতে দেখা যায়।

স্থানীয়দের বরাত দিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে,সম্প্রতি ওই দোকানের বাইরে মাটিতে পড়া কয়েক ফোঁটা মদের স্বাদ নিয়েছিলো বানরটি।এরপর থেকেই বানরটি ওই বারের আশপাশে ঘোরা শুরু করে।এবার বানরটি ঐ দোকানে ঢোকার সুযোগ পেয়ে এমন ঘটনা ঘটায়।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ