About Us
Nayan Das - (Rangpur)
প্রকাশ ১৯/০৭/২০২১ ০৩:০৯এ এম

শিবলী সাদিকএমপি নিজ এলাকায় মসজিদে মসজিদে নগন অর্থ দানকরেছেন

শিবলী সাদিকএমপি নিজ এলাকায় মসজিদে মসজিদে নগন অর্থ দানকরেছেন Ad Banner
দিনাজপুরের বিরামপুর ৪ নং দিওড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বড় গোপালপুর হাজী পাড়া নতুন জামে মসজিদের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন করেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক উদ্বোধন কালে তিনি নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। তথসঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী সমাজ সেবক আঃ মালেক মন্ডলও নগদ ২০ বস্তা সিমেন্ট প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোঃ খায়রুল আলম (রাজু),দিওড় ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান,ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ গোলাম রাব্বানী (মাষ্টার) ও চেয়ারম্যান পদপ্রার্থী সমাজ সেবক আঃ মালেক মন্ডল সহ স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতা কর্মী বৃন্দ এবং অত্র এলাকার সম্মানিত ব্যাক্তি বর্গ প্রমুখ। পরিশেষে করোনার এই ক্লান্তি কালে সাস্থ্য বিধির আলোকে সমাজ সেবক আঃ মালেক মন্ডল উপস্থিত সকলকে মাস্ক উপহার দেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ