About Us
আলভী শরীফ - (Natore)
প্রকাশ ১৮/০৭/২০২১ ০৬:৪৯পি এম

নাটোরের তেবাড়িয়া হাটে উপচে পড়া ভিড়; স্বাস্থ্যবিধি উপেক্ষিত

নাটোরের তেবাড়িয়া হাটে উপচে পড়া ভিড়; স্বাস্থ্যবিধি উপেক্ষিত Ad Banner
নাটোরের তেবাড়িয়া পশুর হাটে কেনাবেচা জমে উঠেছে। করোনা ঝুঁকি নিয়ে হাটে আসছেন বহু মানুষ। তবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি।

ঈদের আগে রোববার সকাল থেকে পশু নিয়ে হাটে আসেন বিক্রিতারা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়। হাটে আগত অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। এছাড়াও নেই কোন সামাজিক দূরুত্ব। হাটের ভিতর বিভিন্ন ধরনের দোকানও বসেছে। হাট কমিটি মাইকে স্বাস্থ্যবিধি মানার কথা বললেও সাধারণ মানুষ তার কোন তোয়াক্কাই করছে না। এছাড়া হাটে নেই পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী।

নাটোরের হাটগুলোতে এবার গরুর আমদানি বেশি হয়েছে। তুলনামূলক কমদামে বিক্রি হচ্ছে কোরবানি পশু। দামের সুবিধা পাওয়ায় গরু কিনে ক্রেতারা খুশি হলেও সারাবছর পালন করে প্রত্যাশার সমান বিক্রয়মূল্য না পাওয়ায় মন খারাপ বিক্রেতাদের। জেলার হাটগুলোতে পশু কেনা-বেচার পাশাপাশি অনলাইন পশু হাটে গরু-খাসি বিক্রি হচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ