About Us
Majedul Islam Hridoy - (Thakurgaon)
প্রকাশ ১৮/০৭/২০২১ ০৬:৪২পি এম

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

পীরগঞ্জ  স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান Ad Banner
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলা সহ এ উপজেলার জরুরী রোগীদের জন্য ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দুই টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

রবিবার (১৮ জুলাই) দুপুরে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আব্দুল জব্বারের কাছে আনুষ্ঠানিকভাবে এসব সিলিন্ডার বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ইলিয়াস আলী সহ সমিতির সকল সদ্যসদের উদ্যোগে প্রদান করা হয়।

এতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ফার্মাসিস্ট ট্রেনিং এর আহবায়ক গোলাম রব্বানী, সমিতির সহ সভাপতি মোজহারুল ইসলাম, কার্যকারী কমিটির সদস্য রুহুল ফার্মাসীর রুহুল আমিন, শাহাদাৎ ফার্মাসীর শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের (এম ও ডি সি ) ডাঃ জান্নাতুল ফেরদৌস আরবী, , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ নজরুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ফার্মাসিস্ট ট্রেনিং এর আহবায়ক গোলাম রব্বানী বলেন এই মহামারী মোকাবেলার জন্য সরকারের একার পক্ষে সম্ভব নয় তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহববান জানান।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ