About Us
Majedul Islam Hridoy - (Thakurgaon)
প্রকাশ ১৮/০৭/২০২১ ০৬:৪১পি এম

ঠাকুরগাঁওয়ে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত আরও ৯৩

ঠাকুরগাঁওয়ে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত আরও ৯৩ Ad Banner
ঠাকুরগাঁওয়ে গেল ২৪ ঘন্টায় ৩৩০ টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৩ জন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ২ জন।

আজ রোববার (১৮ জুলাই) জেলা সিভিল সার্জনের দেয়া তথ্য থেকে এসব জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও দুজন। তাঁদের মধ্যে সদর উপজেলার একজন এবং বালিয়াডাঙ্গী উপজেলার একজন।

জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৩০ জন। ৫ হাজার ১৩৬ জনের দেহে সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়েছেন ৩ হাজার ৫০৭ জন।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, নমুনা পরীক্ষার বিপরীতে করোনা আক্রান্তের হার ২৮ দশমিক ১৮ শতাংশ। করোনা প্রতিরোধে শুধু মাস্ক পরাই যথেষ্ট নয়, মানতে হবে সামাজিক দূরত্বের বিধিও। জনগণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি পেলে সংক্রমণ ও মৃত্যু দুটোই নিয়ন্ত্রণ করা সম্ভব।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ