About Us
মঙ্গলবার, ০৩ অগাস্ট ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Sajib sarker - (Comilla)
প্রকাশ ১৮/০৭/২০২১ ০৬:৪০পি এম

অসাধারণ একটি সনেট কবিতা " বর্তমান"

অসাধারণ একটি সনেট কবিতা " বর্তমান" Ad Banner
বর্তমান
মোঃ সজীব সরকার
"""""""""""""""""""""""""""
দুনিয়াটা আজ খুজে ফেসবুকের রং।
যুবক যুবতীর সাথে মুরব্বী দল।
যাবেনা পাওয়া এমন কিরে আছে বল?
কেনা বেচা আনন্দ প্রেমের নামে ঢং।
চেনা নাই জানা নাই দেখে কার ছং।
চালাতেই পারে নুংরা রাজনীতির মল।
দেখছি পরিচয়হীন ছন্দ নামের দল।
দেখা যায় কত হরেক রূপের সং।

ফেসবুক পেয়েত কমেছে অনেক সুখ।
কষ্ট নাই দিতে প্রেমিকের হাতে চিঠি।
মোবাইলে দেখি আজ দুনিয়ার ছবি।
নিজ সাজের ছবিতে থাকে নিজ মুখ।
ঘরে বসে জানা যায় কিযে হয় মিঠি।
ফেসবুক পেয়ে হারিয়েছে আল্লাহ নবি।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ