About Us
KAZI ARIFUL KARIM SOHEL - (Khulna)
প্রকাশ ১৮/০৭/২০২১ ০৬:৪০পি এম

গাড়ির সামনে বসে যাচ্ছিলেন বিয়ে করতে, পথেই গ্রেপ্তার!

গাড়ির সামনে বসে যাচ্ছিলেন বিয়ে করতে, পথেই গ্রেপ্তার! Ad Banner
বিয়ে করতে যাওয়ার সময় অনেকেই বিভিন্ন কৌশলে অবলম্বন করেন। ঘোড়া বা হাতির পিঠে চেপে, কিংবা ঢাক-ঢোল পিটিয়ে নাচতে নাচতে বিয়ে করতে যাওয়ার শখও অনেকের। কিন্তু করোনাভাইরাস মহামারির মধ্যে বদলে গেছে চিত্র। গাড়ির বনেটে চড়ে বিয়ে করতে বের হয়ে গ্রেপ্তার হলেন ভারতের মহারাষ্ট্রের এক তরুণী (২৩)। গতকাল মঙ্গলবার সকালে পুণের বাসিন্দা ওই তরুণী সাসওয়াদ যাচ্ছিলেন বিয়ে করতে। গাড়িতে ছিলেন তার পরিবারে সদস্যরা। শুধু গাড়ির বনেটে চেপে ক্ষান্ত হননি, তা ক্যামেরাবন্দীও করেছেন তিনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এখন ভাইরাল।

গাড়ির বনেটে চেপে বাইরে বের হওয়ার জন্য মোটর যান আইনে ওই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে এক পুলিশ কর্মকর্তা জানান, ওই তরুণীর পাশাপাশি যারা গাড়িতে ছিলেন আর যিনি ছবি তুলছিলেন, সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, তাদের কারও মুখে মাস্ক ছিল না। তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন, মহারাষ্ট্র কোভিড আইনে মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ