About Us
NAZMUL - (Joypurhat)
প্রকাশ ১৮/০৭/২০২১ ০৪:৪০পি এম

পেস বান্ধব উইকেট হলেও সাকিব ভাই সহায়তা পায়: লিটন দাস

পেস বান্ধব উইকেট হলেও সাকিব ভাই সহায়তা পায়: লিটন দাস Ad Banner
উইকেট স্পিন বান্ধব পেলে সাকিব আল হাসান কতটা ভ’য়ংকর হয়ে ওঠেন প্রতিপক্ষের কাছে তা তো সবারই জানা। তবে উইকেট স্পিনারদের পক্ষে না থাকলেও তিনি যে কত বড় হু’মকি, নতুন করে আবারও তা প্রমাণ করলেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে।

জিম্বাবুয়ের হারারেতে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৫৫ রানের জয় এনে দেওয়ার দিনে সাকিব একাই শিকার করেছেন ৫ উইকেট। ক্যারিয়ারে তৃতীয়বারের মত ৫ উইকেট শিকার করা সাকিব উইকেট থেকে সুবিধা পেলেও অন্য স্পিনাররা এখানে খুব একটা সুফল পাননি।

ম্যাচ শেষে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক সেঞ্চু’রিয়ান লিটন কুমা’র দাস জানান, উইকেট পেস বান্ধব হলেও সেখান থেকে সুবিধা পান সাকিব।

লিটন বলেন, ‘সাকিব ভাই তো আসলে বিশ্বমানের বোলার, এতে কোনো স’ন্দেহ নেই, সবাই জানে। উনি স্পিন উইকেট থেকেও সহায়তা পায়, উইকে’টে স্পিন না থাকলেও সহায়তা পায়। উনার বোলিংয়ের বৈচিত্র্যই এমন। পেস বান্ধব উইকে’টেও তিনি এভাবে উইকেট শিকার করেছেন এটা দলের জন্য খুবই ভালো।’

এ সময় লিটন বলেন, ‘উনার অর্জনের জন্য অ’ভিনন্দন। মন থেকে চাই উনি আরও উইকেট পাক। উনি উইকেট পেলে দলের চাপ কমে যায়, দল লাভবান হয়।’

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ