About Us
MD Raju Hasan - (Gazipur)
প্রকাশ ১৮/০৭/২০২১ ১২:৫৪এ এম

গাজীপুরে একদিনে করোনায় রেকর্ড ১০ জনের মৃত্যু

গাজীপুরে একদিনে করোনায় রেকর্ড ১০ জনের মৃত্যু Ad Banner
গাজীপুরে একদিনে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এটিই জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একইসময় জেলায় ৪৪৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (১৭ই জুলাই) দুপুর ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ৪৪৯ জনের নমুনায় ১৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ৯১ জন, কালীগঞ্জে ১৭ জন, কালিয়াকৈরে আটজন ও কাপাসিয়ায় ২২ জন রয়েছেন। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ১০ জন।

তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৯৮ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৩৯৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে গাজীপুর সদরে ৯ হাজার ৭৫৬ জন, কালীগঞ্জে ১ হাজার ৪১ জন, কালিয়াকৈরে ১ হাজার ৬৭২ জন, কাপাসিয়ায় ১ হাজার ৬৫ ও শ্রীপুরে ১ হাজার ৮৫৯ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় ২৯২ জনের মৃত্যু হয়েছে ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৪৭২ জন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ