About Us
Mohammad Shahjahan Miah - (Habiganj)
প্রকাশ ২৪/০৬/২০২১ ১২:১১এ এম

হবিগঞ্জ জেলার করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলার করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত Ad Banner

হবিগঞ্জ জেলার করোনাভাইরাস(COVID-19) সংক্রমণ প্রতিরোধ ও সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।  আজ বুধবার (২৩ জুন) দুপুর ১২.০০ টায় হবিগঞ্জ জেলার করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ ও সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভা সম্মানিত জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক মিজ্ ইশরাত জাহান। 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মামুন-আল রশীদ, সদস্য (সচিব), ভৌত অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশন এবং হবিগঞ্জ জেলায় কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম সুসমন্বয়ের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। 

সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মুশফিক হোসেন চৌধুরী, চেয়ারম্যান, জেলা পরিষদ, হবিগঞ্জ, পুলিশ সুপার, সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগ, উপপরিচালক, এনএসআই, উপজেলা নির্বাহী অফিসার, হবিগঞ্জ সদর, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ জেলার অন্যান্য বিভাগের কর্মকর্তাবৃন্দ। 

সভায় কোভিড-১৯ প্রতিরোধে জেলার সার্বিক প্রস্তুতি, হাসপাতাল ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ত্রাণ কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সম্মানিত সদস্য (সচিব), ভৌত অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশন মহোদয় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেন।শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ