আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৪/১২/২০২৪ ০১:৪১পি এম
মা হলেন কোয়েল মল্লিক, কন্যা সন্তান এসে কোলজুড়ে আনল সুখ
জনপ্রিয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী কোয়েল মল্লিক দ্বিতীয়বার মা হলেন। সুখবরটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। শনিবার, ১৪ ডিসেম্বর সকালে কোয়েল মল্লিকের পরিবারে নতুন অতিথির আগমন ঘটে— এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
কন্যা সন্তানের খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকার্ড শেয়ার করেন কোয়েল। সেখানে তিনি লিখেছেন, "আমরা আশীর্বাদধন্য, আমাদের কন্যাকে পেয়ে।" তার এই খুশির মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই একে একে শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল নামে। তার ভক্তরা, সহকর্মী অভিনেতা-অভিনেত্রীরা সকলেই কোয়েলকে নতুন অতিথির আগমনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে, দুর্গাপূজার মহালয়ার দিন কোয়েল তার পরিবারের নতুন সদস্য আগমনের খবর দিয়েছিলেন। এবং, এবারের আনন্দমুখর মুহূর্তটি তার ভক্তদের জন্য বছরের শেষের এক উপহার হয়ে এসেছে। ২০২০ সালের এপ্রিল মাসে কোয়েল প্রথম সন্তান— পুত্রসন্তান কবীরের জন্ম দিয়েছিলেন। তখন তিনি তার প্রেগন্যান্সির নানা আপডেট শেয়ার করেছিলেন। তবে, দ্বিতীয় সন্তান আসার আগে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো আপডেট বা ছবি শেয়ার করেননি, বিষয়টি ছিল একেবারে পারিবারিক।
কোয়েল ও তার স্বামী নিলয় সাহা দম্পতির জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, যা তাদের জন্য অমূল্য এক সুখস্মৃতি হয়ে থাকবে।
এখন, কোয়েলের কন্যা সন্তান জন্মের পর তার পরিবারে বিরাজ করছে এক অনন্য আনন্দের পরিবেশ।