About Us
মঙ্গলবার, ০৩ অগাস্ট ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২১/০৬/২০২১ ১০:২১পি এম

যত হাসি তত কান্না! এমনই বলছে গবেষণা

যত হাসি তত কান্না! এমনই বলছে গবেষণা Ad Banner
প্রাণ খুলে হাসতে পারলে শরীর ভাল থাকে । এমনই তো জানা ছিল। সকালে উঠে পার্কে সকলে মিলে হাসি করা হত অতিমারির আগে। কিন্তু কে জানত অতিরিক্ত হাসিও শারীরিক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।

সাম্প্রতিক গবেষণা এবার বেশি হাসির করা কে বিপদের কারন বলছে। হাসতে হাসতে কী বিপদে নিজেকে ফেলতে পারেন, তা মনে করিয়ে দিয়েছে গবেষকেরা। জোরে আওয়াজ করে হাসির অভ্যাস যাঁদের, সে সব মানুষের রক্তচাপ ওঠানামা করে। হাসতে হাসতে হঠাৎ রক্তচাপ বেড়ে গিয়ে হার্টের সমস্যা হতে পারে। সম্প্রতি ‘ গবেষণায় অতিরিক্ত হাসি শারীরিক ক্ষতির কারণ হিসেবে দেখান হয়েছে।

এ ছাড়াও, বেশি হাসলে শ্বাসকষ্ট হওয়ার প্রবণতা দেখা দেয়। কথায় কথায় মাথাও ধরে যেতে পারে। হঠাৎ রক্তচাপ বেশি নেমে গিয়ে হাসির মাঝেই কেউ অজ্ঞান হয়ে গেলেও অবাক হওয়ার বিষয় নয়। এমন ঘটতেই পারে। ফলে বেশি হাসি পেলে, সাবধান!

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ