About Us
Md. Akhter Ali - (Chuadanga)
প্রকাশ ২১/০৬/২০২১ ০৩:৩১পি এম

অবৈধপথে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ১৬ জন আটক

অবৈধপথে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ১৬ জন আটক Ad Banner

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চুয়াডাঙ্গার জীবননগর থেকে এক শিশু ও পাঁচ নারীসহ ১৬ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে এদের আটক করা হয়। আটককৃতরা খুলনা, নড়াইল ও রাজবাড়ী জেলার বাসিন্দা। রবিবার রাত এবং সোমবার দুপুরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি ৫৮ ব্যাটালিয়ন।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার রাত ৮টার দিকে জীবননগর শহরের ইসলামী ব্যাংকের সামনে রাস্তা থেকে পাঁচ পুরুষ ও তিন নারীকে আটক করা হয়। এর আগে সন্ধ্যায় জীবননগরের সীমান্তবর্তি করিমপুর গ্রাম থেকে পাঁচ পুরুষ, দুই নারী ও এক শিশুকে আটক করা হয়। এরা সকলেই অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলো। আটককৃতদের মধ্যে খুলনা জেলার পাঁচজন, নড়াইল জেলার ১০ জন এবং রাজবাড়ী জেলার একজন আছেন।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ