About Us
Md. Razib Hossain - (Kushtia)
প্রকাশ ২০/০৬/২০২১ ০২:৪৮পি এম

আনসার আল ইসলামের ৩ সদস্য আটক

আনসার আল ইসলামের ৩ সদস্য আটক Ad Banner
ফরিদপুর ও জামালপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

আটকরা হলেন- নূরে আলম (১৮), ইয়ার হোসেন (২৩) ও লাঞ্জু মিয়া ওরফে আবু বকর (১৭)।

শনিবার (১৯ জুন) রাতে ফরিদপুরের সদর থানাধীন রঘুনন্দপুর এলাকা এবং জামালপুরের মোলান্দহ থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট এবং জঙ্গিবাদী কথপোকথনের ডিজিটাল কন্টেন্ট জব্দ করা হয়েছে।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি সাজেদুল ইসলাম সজল জানান, গত ৩০ এপ্রিল গ্রেফতার আসনার আল ইসলামের এক সদস্যকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তিনজনকে আটক করা হয়। তারা ধর্মীয় ব্যাখ্যা বিকৃত করে ধর্মপ্রাণ মানুষদের বিভ্রান্ত করে আসছিলেন। সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমকে চরমপন্থায় উস্কানির প্লাটফর্ম হিসেবে ব্যবহার করে আসছিলেন।

আটকরা আনসার আল ইসলামের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি নতুন সদস্যদের উদ্বুদ্ধকরণের জন্যে অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি ও ভিডিও প্রচার এবং নিয়মিত চাঁদা সংগ্রহ করতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ