About Us
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৯/০৬/২০২১ ০৫:১৪পি এম

ভারতের অলিম্পিয়ান দৌড়বিদ মিলখা সিং মারা গেছেন

ভারতের অলিম্পিয়ান দৌড়বিদ মিলখা সিং মারা গেছেন Ad Banner
মারা গেছেন ভারতের অলিম্পিয়ান দৌড়বিদ মিলখা সিং। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার বিকেলে তাঁর শেষকৃত্য হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মিলখা সিংহের শেষকৃত্য করবে পঞ্জাব সরকার।

শুক্রবার মোহালির পিজিআইএমইআর হাসপাতালে মারা গেছেন মিলখা সিং । বয়স হয়েছিল ৯১ বছর। হাসপাতাল থেকে মিলখার মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
১৯৫৮ সালের কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হয়েছিলেন মিলখা। ১৯৬০ সালে রোম অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। সেখানে চতুর্থ হয়ে অল্পের জন্য পদক পাননি। এশিয়ান গেমসেও মিলখার চারটি সোনা আছে। ১৯৫৯ সালে তাকে পদ্মশ্রী সম্মান দেয়া হয়।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ