About Us
Md. Uzzal Hossain - (Bogura)
প্রকাশ ১৯/০৬/২০২১ ১১:৫৪এ এম

বগুড়ায় সড়কে ঝড়লো সাত দিনের শিশুর প্রাণ!!

বগুড়ায় সড়কে ঝড়লো সাত  দিনের শিশুর প্রাণ!! Ad Banner
শনিবার সকাল ৭ টা ৩০ মিনিটে বগুড়া রংপুর মহাসড়কের মহাস্থান হাতিবান্ধা নামক স্থানে কোচের ধাক্কা শিশু সহ সিএনজির ৩জন যাত্রী নিহত, আহত১৫
জানা গেছে শনিবার সকালে বগুড়া রংপুর মহাসড়কের মহাস্থান ব্রীজের উত্তর পাশে হাতিবান্ধা নামক স্থানে সোনাতলার জুম্মার বাড়ী থেকে যাত্রী বাহী একটি সিএনজি ( বগুড়া- থ- ১১- ১৭৪১) বগুড়া আসার পথে রংপুর গামী আহসান এন্টার প্রইজ, ( ঢাকা মেট্রো ব- ১৫-৫৭৭৫) কোটটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজির ২ জন যাত্রী মারা যায় এবং বগুড়া নেওয়ার পথে সিএনজির শিশুটিও মারা যায়। উল্লেখ্য যে সিএনজির যাদ্রী সিজার করা তার শিশু সন্তানকে নিয়ে বগুড়া ডাক্তারের কাছে যাচ্ছিল। এঘটনায় বাস ও সিএনজি ঘটনাস্থলেই রয়েছে,।সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ, শিবগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা চলাচলের জন্য যানজট নিরসন করেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ