About Us
মঙ্গলবার, ০৩ অগাস্ট ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Mostasin Billa - (Chuadanga)
প্রকাশ ১৮/০৬/২০২১ ০৩:১০পি এম

জীবননগরে করোনায় এক ব্যক্তির মৃত্যু

জীবননগরে করোনায় এক ব্যক্তির মৃত্যু Ad Banner

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গার জীবননগরে গোলাম মোস্তফা (৩৮) নামের এক ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ জুন) রাত ৮টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।তার বাড়ি পৌরসভার ১ নং ওয়ার্ড সুবলপুর গ্রামের মাঝের পাড়ার মৃত খোদাবক্সের ছেলে।পারিবারিক সূত্রে জানা হয়,গত ১২ জুন ফ্রিজের পানি খেয়ে ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয় এবং জ্বর আসে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার করোনা টেস্টে পজিটিভ বলে শনাক্ত হয়। ১৫ জুন তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানেই চলে তার চিকিংসা। বৃহস্পতিবার (১৭ জুন) রাত ৯টার দিকে তার শ্বাসকষ্ট দেখা দেয়। কিছু বুঝে ওঠার আগেই তার মৃত্যু হয়।


জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বাড়ি আগে থেকেই লকডাউনে আছে। প্রশাসনিকভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ