About Us
Saiful Islam - (Shariatpur)
প্রকাশ ১৮/০৬/২০২১ ০১:৫৬এ এম

শরীয়তপুর ফায়ারসার্ভিস এর সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়

শরীয়তপুর ফায়ারসার্ভিস এর সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয় Ad Banner

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় নশাসন ইউনিয়নের মাঝির হাটা বাজারে শরীয়তপুর ফায়ারসার্ভিস এর একটি সচেতনতা মূলক মহড়া দেন।

(১৭ জুন) রাত ৯ টায় নশাসন মাঝির হাট
শরীয়তপুর-মাওয়া সড়কে, শরীয়তপুর ফায়ারসার্ভিস এর একটি সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় দেখানো হয় গাড়ী এক্সিডেন্টে হলে কি ভাবে
গারীর নিচ থেকে লোকজন কে বের করে আনা হয়।
সাধারণ মানুষের চিন্তা চেতনা বদলাতে এই মহড়া অনুষ্ঠিত হয়।এসময়ে উপস্থিতি জনসাধারণের একজন বলেন, আমাদের ধারণা ছিলো যে ফায়ার সার্ভিস সুধু অগ্নিকান্ড ঘটলেই তারা আাসে আজ আমি জানতে পারলাম যে তারা সকল প্রকার উদ্ধার কাজ করে থাকেন এই সচেতনতা মূলক মহড়া আমাদের অনেক কিছু জানা হলো।
শরীয়তপুর ফায়ারসার্ভিস এর অধিনায়ক, জিয়াউর আই নিউজ বিডি-কে বলেন আপনারা দেখলেন যে একটি মাহিন্দ্র ও ইজিবাইকের মাঝ খানে একটি লোক আটকে আছে আমারা সেই লোকটিকে উদ্ধার করে পাশ্ববর্তী যেই হাসপাতাল আছে সেখানে এম্বুল্যান্স দিয়ে নিয়ে যাই।


আমরা প্রায় সময় সচেতনতা মূলক মহড়া দিয়ে থাকি
সাধারণ মানুষের যাতে সচেতন হয় এবং তাদের অনেক কিছুই জানা ছিলো না যে ফায়ার সার্ভিস কি সুধু অগ্নিকান্ড নিয়ে কাজ করে নাকি অন্য কিছু নিয়ে কাজ করে ​থাকে।
আমারা সড়কপথে,জলপথে আকাশ পথে সব সময় আমারা উদ্ধার করে থাকি ।
যদি একটি গাছে পাখি আটকে থাকে আমাদের কে খবর দিলে আমারা উদ্ধারের জন্য কাজ করি ।
পশু পাখি সকল প্রকার প্রাণী আমারা উদ্ধার করে থাকি।শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ