About Us
Md.Shagar Hasan - (Kushtia)
প্রকাশ ১৭/০৬/২০২১ ০২:০৪পি এম

রাজশাহী মেডিক্যালে করোনা ওয়ার্ডে আরও ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যালে করোনা ওয়ার্ডে আরও ১০ জনের মৃত্যু Ad Banner

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজেটিভ ৩ জন এবং উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর একজন করে মারা গেছেন।

রাজশাহী মেডিক্যালে গত ২৪ ঘন্টায় নতুন ৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজশাহীর ২৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নাটোর ও নওগাঁর ৪ জন করে এবং মেহেরপুরের দু’জন ও চুয়াডাঙ্গার এজন। হাসপাতালটিতে ২৭১টি করোনা শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৫৮ জন। এদের মধ্যে রাজশাহীর ১৯৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯৮ জন, নাটোরের ২৪ জন, নওগাঁর ২৪ জন, পাবনা ও কুষ্টিয়ার ৪ জন, চুয়াডাঙ্গার দু’জন ও অন্য এলাকার ৩ জন।

গতকাল রাজশাহীর দু’টি ল্যাবে জেলার ৪০০ মানুষের নমুনা পরীক্ষায় ১৬৬ জনের পজেটিভ আসে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪১.৫ শতাংশ। নাটোরের ৮টি নমুনা পরীক্ষায় একজন করোনা রোগী শনাক্ত। শনাক্তের হার ১২.৫ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ১৪৯ নমুনায় শনাক্ত ২৬ জন। সে হিসেবে শনাক্ত হার ১৭.৪৫ শতাংশ।শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ