About Us
MD: KAMRUL HASAN - (Lalmonirhat)
প্রকাশ ১৬/০৬/২০২১ ১২:৩৫পি এম

মাটির নিচে ১ হাজার বছর ধরে অক্ষত ডিম!

মাটির নিচে ১ হাজার বছর ধরে অক্ষত ডিম! Ad Banner

মাটির নিচে ১ হাজার বছর ধরে অক্ষত অবস্থায় টিকে ছিল একটি ডিম। সম্প্রতি ইসরাইলের ইয়াভেন শহরে খনন কাজের সময় অক্ষত ডিমটি উদ্ধার হয়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ইসরাইলের প্রত্নতাত্ত্বিক বিভাগ তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য প্রকাশ করেছে। এতে ডিমটির ছবির দিয়ে জানানো হয়, ইয়াভেনে খনন করার সময় ১ হাজার বছরের পুরনো এ ডিম পাওয়া গেছে। 

ইসরাইলের প্রত্নতাত্ত্বিক বিভাগের বিশেষজ্ঞ ডা. লি পেরি গাল জানিয়েছেন, 'এটি অত্যন্ত বিরল আবিষ্কার। এর আগে এতো প্রাচীন কোনো ডিম সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া যায়নি। যদিও জেরুজালেমে বহু প্রাচীন ডিমের খোসা পাওয়া গিয়েছিল তবে কোনো অক্ষত ডিম নয়।' 

ওই প্রত্নতাত্ত্বিক দলের সদস্য আলা নাগরস্কি বলেন, ‘আজকাল ডিম খুব কম সময় সুপারমার্কেটের কার্টনে ভালো থাকে। সেখানে একটি ডিম এক হাজার বছরের পুরানো এবং অক্ষত, ভাবতেও অবাক লাগে’। 

হারিটজের খবরে বলা হয়, ডিমটি এত বছর ধরে ফাটেনি। এটাতে ক্ষয় হয়নি বা পচন ধরেনি। কারণ এটা টয়লেটে পড়ে গিয়েছিল বা সেখানে ছিল। পরে অবশ্য সেটি ল্যাবে নেয়ার পর ভেঙে যায়। ডিমের নিচে সামান্য ফাটল দেখা দিয়েছে বলে জানান ইসরাইলের প্রত্নতাত্ত্বিক বিভাগের বিশেষজ্ঞ ডা. লি পেরি গাল। তিনি বলেন, 'আমরা এটা ভাঙবো না,এর ডিএনএ বিশ্লেষণ করবো।'শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ