About Us
MD. RASHADUL ALAM - (Rajshahi)
প্রকাশ ১৫/০৬/২০২১ ০৮:৫৮পি এম

সাংঘাতিক নিপীড়নের মধ্যে আছেন দেশের আলেমরাঃ সংসদে হারুন

সাংঘাতিক নিপীড়নের মধ্যে আছেন দেশের আলেমরাঃ সংসদে হারুন Ad Banner

সাংঘাতিক নিপীড়নের মধ্যে আছেন দেশের আলেমরা বলে দাবি জানান বিএনপির সাংসদ হারুনুর রশীদ। তিনি আলেমদের গ্রেপ্তার ও রিমান্ড বন্ধে অচিরেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। মঙ্গলবার জাতীয় সংসদে হজ্ব ও ওমরা ব্যবস্থাপনা বিলের আলোচনায় সাংসদ হারুন অংশ  নিয়ে এ কথা দাবি করেন।

তিনি বলেন, ধর্মের কারনে কাউকে নিপীড়ন কিংবা বৈষম্য করা যাবে না, কিন্তু বাংলাদেশে বর্তমানে আলেম এবং ইসলামিক স্কলার সাংঘাতিক নিপীড়নের মধ্যে আছেন। আলেমদের গ্রেপ্তার ও রিমান্ড বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, না হয় দেশে উদ্বেগ ও ভারসাম্যহীন অবস্থা তৈরি হবে। তিনি বলেন আমাদের একজন বিশিষ্ট আলেম মুহাম্মাদ আদনান নামের একজন আলেম গত চার দিন ধরে নিখোঁজ। তার পরিবার তার সন্ধান দাবি করছে।

হারুনুর রশীদ বলেন, ৪৬ জন আলেমের বিরুদ্ধে দুদক নোটিস করেছে এবং সম্পদের হিসাব চেয়েছে, আমি তো মনে করি আগে আমাদের এই সংসদে ৩৫০ জন সদস্য রয়েছি সর্বপ্রথম এই ৩৫০ জনের নামে দুদক থেকে নোটিস হওয়া উচিত ছিল। তাহলে মানুষের কাছে এটি সমাদৃত হতো। শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ