About Us
SHOHEL RANA - (Jashore)
প্রকাশ ১৫/০৬/২০২১ ০৫:০৫পি এম

আম পাড়তে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আম পাড়তে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু Ad Banner

যশোরের ঝিকরগাছায় গাছে  আম পাড়তে গিয়ে আহত কোরআনের হাফেজ গোলাম রব্বানী (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের  মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত গোলাম রব্বানী ঝিকরগাছা  উপজেলার কুলবাড়ীয়া গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে ও স্থানীয়  হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। জানা যায়, সম্প্রতি করোনা কালীন সময়ে মাদ্রাসা বন্ধ ছিলো।সেই সময় গত (২৭মে) বৃহস্পতিবার গোলাম রব্বানি আম গাছে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মেরুদন্ডের হাড় ভাঙ্গাসহ ঘাড়ে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগআঁচড়ায় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। 

নিহতের চাচা সাংবাদিক সেলিম আহম্মেদ জানান, গোলাম রব্বানি বেঁচে নেই। জন্মের পর থেকেই সে আমাদের লালন পালনে বড় হয়েছে।সে মাত্র ৯ মাসে ৩০পারা কোরানের হাফেজ ছিল।এদিকে হাফেজ গোলাম রব্বানীর অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ