About Us
রফিকুল ইসলাম - (Joypurhat)
প্রকাশ ১২/০৬/২০২১ ০১:২৬এ এম

কালাইয়ে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

কালাইয়ে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু Ad Banner

জয়পুরহাটের কালাইয়ে  করোনা পজিটিভ নিয়ে সৈয়দ আলী (৩৫) নামে একজনের  মৃত্যু হয়েছে। বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে তিনি মারা গেছেন। 

নিহত সৈয়দ আলী জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রামের আহমেদ আলীর ছেলে।

আজ শুক্রবার (১১ জুন) সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার জানান, মরহুম সৈয়দ আলী পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী। অনুমান দেড় মাস আগে অসুস্থ হয়ে তিনি বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

করোনার উপসর্গ দেখা দেয়ায়, এক সপ্তাহ আগে, চিকিৎসকদের পরামর্শে তার টেস্ট করানো হয়। রিপোর্ট আসে করোনা পজিটিভ। অবশেষে শুক্রবার ভোর রাতে তিনি মৃত্যু বরন করেন।   

জয়পুরহাট জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ