About Us
Hasan - (Dhaka)
প্রকাশ ১১/০৬/২০২১ ১০:৫৪পি এম

বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান

বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান Ad Banner

পৃথিবীতে এমন কাউকে খুজে পাওয়া যাবেনা যিনি খেজুর চেনেন না। খেজুর জনপ্রিয় ফল হিসেবে সবাই চেনে। কিন্তু আমরা অনেকেই জানিনা যে বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগানের নাম কি বা কোথায় অবস্থিত।   

সৌদি আরবের আল কাসিম শহরে বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান অবস্থিত। এর মালিকের নাম শেখ সালেহ বিন আবদুল আজিজ আল রাজেহি।মালিকের নামানুসারে এর নামকরন করা হয়েছে  আল রাজেহি বাগান। 

এই বাগানের আয়তন প্রায় সাড়ে পাঁচ হাজার হেক্টর। এখানে প্রায় দুই লক্ষাধিক খেজুর গাছ রয়েছে। এই বাগানে ৪৫  রকমের খেজুর উৎপাদিত হয়। 

পবিত্র রমজান মাসে মক্কা ও মদিনায় ইফতারির সমস্ত খেজুর সম্পুর্ণ বিনামূল্যে এই বাগান থেকে সরবরাহ করা হয়। এমনকি এই বাগানের পুরো উৎপাদন মহান আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়া হয়েছে। 

২০১১ সালে বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান হিসেবে গিনেস বুকে এর নাম উঠেছে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ