About Us
শুক্রবার, ১৮ জুন ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
মোঃ ইমরান নাজির - (Dhaka)
প্রকাশ ১১/০৬/২০২১ ০৯:৪৭পি এম

প্রথম জুমায় চুয়াডাঙ্গায় মডেল মসজিদে মুসল্লিদের ঢল

প্রথম জুমায় চুয়াডাঙ্গায় মডেল মসজিদে মুসল্লিদের ঢল Ad Banner

চুয়াডাঙ্গায় নব-নির্মিত চুয়াডাঙ্গা  মডেল মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করতে মুসল্লিদের ঢল নামে। জুমার নামাজ পড়তে আসা মুসল্লিরা মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেছেন। 

আজ শুক্রবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নামাজ আদায় করতে মসজিদটিতে উপস্থিত হতে থাকেন মুসল্লিরা।   

দেখতে দেখতে মসজিদের পুরো অংশই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। নিচতলা ও উপরের তলায় হাজারো মুসল্লি এক সঙ্গে জুমআর নামাজ আদায় করেন।   

এ সময় তারা মহান আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।    দৃষ্টিনন্দন এ মডেল মসজিদে নামাজ আদায় শেষে অনেক মুসল্লিকে সেলফি ও ছবি তুলতে দেখা গেছে।   

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি চুয়াডাঙ্গা  মডেল মসজিদ সারাদেশের ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে একসঙ্গে ৫৬০টি মডেল মসজিদ নির্মিত হচ্ছে। চুয়াডাঙ্গা মডেল মসজিদে শুক্রবার (১১ জুন) সেখানে প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ