About Us
মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Hasan - (Dhaka)
প্রকাশ ১১/০৬/২০২১ ০৫:৪৪পি এম

টিকটক,লাইকি ও আমরা

টিকটক,লাইকি ও আমরা Ad Banner

টিকটক, লাইকি একটি বিনোদন  প্লাটফর্ম। 

বিনোদনের জন্য তৈরি হলেও এর মাধ্যমে মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে।

ছোট ছোট ছেলেমেয়ে এই ক্ষতির স্বীকার বেশি হচ্ছে।

কিছু অসাধু লোক এসব প্লাটফর্মে ফাদ পেতে থাকে।আর এসব ফাদে তরুনিরাই বেশি পরে। 

আধুনিকতার নামে আমাদের তরুন তরুনিরা না জেনেই এসব বেহায়াপনার সাথে জরিয়ে পরছে।এবং মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

দেশের এই সংকটময় অবস্থায় তরুন সমাজকে যেমন সজাগ থাকতে হবে তেমনি সাথে সাথে তাদের অভিভাবকদের ও সজাগ থাকতে হবে। 

এমন বেহায়াপনা থেকে তরুন সমাজকে বাচাতে হলে অবশ্যই ধর্মীয় অনুশাসনের আওতায় আনতে হবে। 

আরো বলতে চাই যে আধুনিক হতে বেহায়া হতে হয়না।সুন্দর ও মার্জিত ভাবেও আধুনিক হওয়া যায়।সত্যিকার অর্থে আমরা আধুনিকতার নামে দিনদিন বেহায়া হয়ে যাচ্ছি।আর এই বেহায়াপনাই আমাদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মকভাবে  ক্ষতির মুখে ফেলবে।সম্প্রতি এমন দু একটা ঘটনা কারো অজানা নয়।তাই এখনি সময় সাবধান হওয়ার। এখনি সময় সচেতন করার।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ