About Us
মঙ্গলবার, ২২ জুন ২০২১
Borhan Uddin - (Satkhira)
প্রকাশ ১১/০৬/২০২১ ০৪:৩৬পি এম

সাতক্ষীরায় আবারও এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন

সাতক্ষীরায় আবারও এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন Ad Banner

গেলো এক সপ্তাহ লকডাউনে করোনা সংক্রমণ না কমায় ১৭ জুন পর্যন্ত আরও এক ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে সাতক্ষীরা জুড়ে। এ ব্যাপারে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বলেন, বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভা থেকে লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে ১৭ জুন পর্যন্ত করার এ সিদ্ধান্ত গ্রহণ  করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘন্টায়   ৯৫ জনের নমুনা পরীক্ষায়  ৪৮ জনের করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার ৫০.৫২ শতাংশ। 

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, করোনার এই ঊর্ধ মুখী পরিস্থিতি ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবং শহরের প্রবেশমুখে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসানো হয়েছে।  

সীমান্তবর্তী জেলা হওয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না গেলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই লক্ষ্যে কতৃপক্ষ যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করছেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ