About Us
Hasan - (Dhaka)
প্রকাশ ১১/০৬/২০২১ ১২:২২পি এম

তুরস্কে একই অঞ্চলে সোনা ও রুপার খনি আবিস্কার

তুরস্কে একই অঞ্চলে সোনা ও রুপার খনি আবিস্কার Ad Banner

তুরস্কের প্রদেশ আগ্রিতে  এই সোনা ও রুপার খনি আবিস্কৃত হয়েছে।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ২০ টন সোনা মজুত রয়েছে এখানে;যার দাম ১.২বিলিয়ন ডলার এবং আবিস্কৃত রুপা প্রায় ৩.৫ টন;যার দাম প্রায় ২.৮ মিলিয়ন ডলার।এমনটাই জানিয়েছেন শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা বারন্ক।এই আবিস্কার তুরস্কের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে বলে ধারনা করা হচ্ছে।

এই প্রকল্পে প্রতক্ষ্য ও পরক্ষভাবে ২৫০০ লোক কর্মসংস্থান পাবে;যেখানে ২০০০ এর দশকের প্রথম দিকে তুরস্ক এক গ্রাম সেনাও উৎপাদন করত না।কিন্তু গতবছর ১৮ টি সক্রিয় খনি থেকে ৪২ টন সোনা উত্তোলিত হয়েছে।

ধারনা করা হচ্ছে ২০২২ সালের শেষের দিকে খনি থেকে সোনা উত্তোলন করা যাবে।

সুত্রঃইয়েনি সাফাক।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ