About Us
Sorif ullah - (Noakhali)
প্রকাশ ১০/০৬/২০২১ ০৮:১৩পি এম

প্রেমের গল্প

প্রেমের গল্প Ad Banner

ব্রেকআপ এর ২ বছর পর রাত ৩ টার আশে পাশে

ছেলেটার নাম্বারে মেয়েটা কল দেয় ।

ছেলে :: কে বলছেন --??

মেয়ে :: কারো অনুভূতি ...

ছেলে :: ( একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো )

মেয়ে :::এখনও জেগে আছো যে ,,,,,???

ছেলে ::: অভ্যাস + কারো ম্যাসেজের

অপেক্ষায় এখন আর ঘুম আসে না, ,,,,

মেয়ে ::: জানো সে আর মেসেজ দিবেনা ,,

তাহলে অপেক্ষা কেনো করো ,,,,,???

ছেলে :::: মন বলে অপেক্ষা করি ,,,,,, এটাই

হয়তো ভালোবাসা .......

মেয়ে ::: ভুলে যাও তাকে ,,,,

ছেলে :::চাইলেই সব সম্ভব না

মেয়ে :::: নতুন করে শুরু করো

ছেলে ::: ২য় বার কাউকে মন গ্রহণ করবে না ।

তোমার কি খবর? ??

মেয়ে ::: ভালো

ছেলে ::: ছেলে না মেয়ের মা হয়েছো

,,,???

মেয়ে ::: ছেলে, ,,,

ছেলে :::: আয়ান নাকি আরোন ,,,???

মেয়ে ::: আয়ান ,,,,

ছেলে :::: এই নামটা কেনো রাখলে ,,,???

মেয়ে ::: কারো পছন্দের নাম তাই আর, ,,,,,,,

ছেলে ::: আর কি ,,,,,

মেয়ে ::: দেখতে অনেকটাই পিচ্চি পাগলটার

মতো

ছেলে :: যাও ঘুমাও তোমার স্বামী দেখলে ভুল

বুঝবে ,,,??

মেয়ে ::: আর তুমি, ,,???

ছেলে :: ভোরের পাখিটা যখন গান গেয়ে

উঠবে তখন দরজা জানালা লাগিয়ে নিশ্চুপ হয়ে যাবো,,

মেয়ে ::: আত্মহত্যা মহাপাপ জানো না?

ছেলে :: সে কারণেই আজো বেঁচে আছি ,,!!

মেয়ে ::: তাহলে বললে যে নিশ্চুপ হয়ে যাবে,

,,???

ছেলে ::: ঘুমপরীটার খুজে স্বপ্নের দেশে পা

বারাবো ,,,

মেয়ে ::: শুধু শুধু কেনো নিজেকে কষ্ট

দিচ্ছো,,,??

ছেলে ::: অভ্যাস হয়ে গেছে পাশাপাশি

চোখের জল ও শুকিয়ে গেছে, ,,

মেয়ে :::: .......... ( চুপ )

ছেলে ::: ভালো থেকো !!!


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ