About Us
Masrukur Masuk - (Khulna)
প্রকাশ ১০/০৬/২০২১ ০৭:২৪পি এম

নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন এস এম শফিউদ্দীন আহমেদ

নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন এস এম শফিউদ্দীন আহমেদ Ad Banner

এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনী একজন লেফটেন্যান্ট জেনারেল। তিনি বর্তমানে জিওসি, অ্যাটর্ডক হিসেবে নিযুক্ত প্রাপ্ত আছেন। 

আজ বৃহস্পতিবার (১০ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আগামী ২৪ জুন (২০২১) বিকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুযায়ী ওইদিন বিকাল থেকে ৩ বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ