About Us
Md. Razib Hossain - (Kushtia)
প্রকাশ ১০/০৬/২০২১ ০৪:৫৬পি এম

মিরপুরে কৃষকের বেশ কয়েকটি পেয়ারা ধরা গাছ কেটে ক্ষতি সাধন !

মিরপুরে কৃষকের বেশ কয়েকটি পেয়ারা ধরা গাছ কেটে ক্ষতি সাধন ! Ad Banner

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গোড়দহ চরপাড়া গ্রামের কৃষক সাইদুল ইসলাম মণ্ডল (৪৭) এর ফলকর বাগানে কে বা কারা গতরাতের কোন একসময় এক বছর বয়সী বেশ কয়েকটি পেয়ারা ধরা গাছ কেটে ক্ষতি সাধন করেছে।

বুধবার সকালে কৃষক সাইদুল ফলকর বাগানে গিয়ে ক্ষতির দৃশ্য দেখে বিশ্মিত ও হতাশ হন। কৃষক সাইদুল গোড়দহ চরপাড়া মজিবুরের ইটভাটা সংলগ্ন নিজের জমিতে বানিজ্যিক ভিত্তিতে দেড়বিঘা জমিতে লেবু,৩৫ কাঠা জমিতে বরই ও ২৫ কাঠা জমিতে পেয়ারার আবাদ করছেন।

ক্ষতিগ্রস্থ কৃষক তার ফলবৃক্ষ কেটে ফেলা শত্রুদের চিহ্নিত করে শান্তির দিতে একটি লিখিত অভিযোগ থানায় দায়ের করবে বলে জানা গেছে।

কৃষক সাইদুল হক ওই গ্রামের মৃত রওশন মণ্ডলের ছেলে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ