About Us
Rakib Al Hasan - (Dhaka)
প্রকাশ ১০/০৬/২০২১ ০১:১৩পি এম

ভ্যাকসিন নিলেই ফ্রি-তে মিলছে গাঁজা!

ভ্যাকসিন নিলেই ফ্রি-তে মিলছে গাঁজা! Ad Banner

শিরোনাম দেখেই হয়তো চমকে উঠেছেন অনেকেই। তবে এমনটাই ঘটছে যুক্তরাস্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে। যে কেউ করোনা ভাইরাসের ভ্যাকসিন নিলেই বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন গাঁজা।

ভ্যাকসিন ক্লিনিক থেকে প্রাপ্তবয়স্ক কেউ করোনা ভ্যাকসিনের টিকা নিলে, তাকে বিনামূল্যে একটি গাঁজার 'জয়েন্ট' দিতে গাঁজার লাইসেন্সপ্রাপ্ত খুচরা বিক্রেতাদের অনুমতি দিয়েছে ওয়াশিংটনের লিকার অ্যান্ড ক্যানাবিস বোর্ড (এলসিবি)। সোমবার এই অনুমতি দেয় সংস্থাটি।

'জয়েন্টস ফর জ্যাবস' নামে এমনই একটি  ক্যাম্পেইনের প্রচারণা করছে এলসিবি। সংস্থাটি জানায় ভ্যাকসিন নেয়াকে উৎসাহিত করতেই তারা এমন ভিন্নধরণের উদ্যোগ নিয়েছেন, এবং ইতোমধ্যেই বেশ কয়েকটি খুচরা গাঁজা বিক্রেতা প্রতিষ্ঠান তাদের এই উদ্যোগে অংশগ্রহণ করতে আবেদন করেছে। 

২১ বছর বা তার বেশি বয়সীরা এই অফারের আওতায় থাকবেন। আগামী ১২ জুলাই পর্যন্ত চলবে এই অফার।এর আগে ভ্যাকসিন নিলে বিনামূল্যে বিয়ার, ওয়াইন ও ককটেল প্রদানের ঘোষণা দিয়েছিল এলসিবি। এর কয়েক দিন পরেই এলো গাঁজা প্রদানের ঘোষণা।


সূত্রঃ সিএনএন 


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ