About Us
মঙ্গলবার, ২২ জুন ২০২১
sachchida nanda dey
প্রকাশ ১০/০৬/২০২১ ০১:৩৪এ এম

বুধহাটায় বজ্রপাতে গৃহের ক্ষতিসাধন

বুধহাটায় বজ্রপাতে  গৃহের ক্ষতিসাধন Ad Banner

আশাশুনি উপজেলার বুধহাটায় অশস্মাৎ বজ্রপাতে পাকা বিল্ডিং ও নারিকেল গাছের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৮ জুন) দিবাগত রাতে বুধহাটার নওয়াপড়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে সবাই প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে।

রাত আড়াই টার দিকে ঝড়বৃষ্টি শুরু হয় এবং অকস্মাৎ প্রচন্ড শব্দে একটি বজ্রপাত হয়। এরপর ক্ষীণ শব্দের বিদ্যুৎ চমকাতে থাকে। নওয়াপাড়া গ্রামের ছিয়ামুদ্দিন সরদারের পুত্র হাবিবুর রহমানের পাকা বিল্ডিং এর সামনের নারিকেল গাছে বজ্রপাত হলে গাছ প্রজ্বলিত করে ছাদের কার্নিশ এর বড় অংশ ভেঙ্গে বারান্দায় হালকা আঘাত করে বেরিয়ে যায়।

প্রকট শব্দে বাড়ি ও বাড়ির পাশের লোকজন হতচকিত হয়ে পড়ে। কয়েকজনের কর্ণকুহরে প্রচন্ড শব্দে হতভম্ব হয়ে পড়ে। গাছে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করলে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। তবে কেউ গুরুতর আহত হয়নি।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ