About Us
Sajib Rajbhar
প্রকাশ ০৯/০৬/২০২১ ০৯:০৬পি এম

দুমড়ে-মুচড়ে গেল সিএনজি মৃত্যু ২ ! পৃথক দূর্ঘটনায় আহত ১০

দুমড়ে-মুচড়ে গেল সিএনজি  মৃত্যু ২ ! পৃথক দূর্ঘটনায় আহত ১০ Ad Banner

আজ বুধবার বিকালে সদর উপজেলার রশিদপুর নামক স্থানে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে বাসচাপায় দুমড়ে-মুচড়ে গেছে সিএনজি অটোরিকশা। এতে সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলার বাবুল মিয়া (৪২) ও নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার রিপন মিয়া (৩০)।

কোতুয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার সংবাদ মাধ্যমকে জানান, বুধবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাস জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পৃথক আরেকটি দূর্ঘটনায়   মুক্তাগাছা উপজেলার ছত্রাসিয়া এলাকায় বাস-সিএনজি ও গরুবোঝাই পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এদের মুক্তাগাছা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ