About Us
Md. Rajibul Islam - (Gazipur)
প্রকাশ ০৯/০৬/২০২১ ০৮:০৯পি এম

বহুরূপী

বহুরূপী Ad Bannerবহুরূপী 

–রাজীবুল ইসলাম 


পড়লে বিপদ ঝুঁকির মাঝে সবাই আসে রোজ, 

আমার বিপদ মুসিবতে কেউ  রাখে না  খোঁজ। 

স্বার্থ হাসিল করতে সবাই বন্ধু রূপে আসে, 

স্বার্থ সকল ফুরিয়ে গেলে আর থাকে না  পাশে। 

নিজ বিপদ আর প্রয়োজনে বন্ধু প্রীতি জাগে, 

বিপদ শেষে আর চিনে না, স্বজনপ্রীতি ভাগে৷ 

প্রয়োজনে সাহায্য চায় কণ্ঠে অনুনয়, 

হাত বাড়ালে প্রশংসাতে পঞ্চমুখে রয়। 

নিজ প্রয়োজন ফুরিয়ে গেলে যায় না  পাওয়া আর, 

প্রয়োজনে আবার আসে চাইতে পুনর্বার।

নিজ চাহিদায় তুষ্ট থাকে অপরজনে ফাঁকা, 

এমন মনের মানুষগুলো স্বার্থপরে আঁকা। 

নিজেরটাকে প্রাধান্য দেয় হতেই হবে হোক, 

অপরজনের মুসিবতে তার জাগে না শোক। 

নিজ চাহিদা পূর্ণ করাই বাস্তবিক উদ্দেশ্। 

নিজ প্রয়োজন ফুরিয়ে গেলেই নিখোঁজ নিরুদ্দেশ।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

Md. Suruj - (Gopalganj)
প্রকাশ ১৯/০৬/২০২১ ০৬:৪২পি এম
Md. Al-Amin Rana - (Dhaka)
প্রকাশ ১৯/০৬/২০২১ ০৭:৩৩পি এম
Shamem Ahmed - (Dhaka)
প্রকাশ ১৯/০৬/২০২১ ১২:৩২পি এম
Md. Siful Islam - (Bhola)
প্রকাশ ১৮/০৬/২০২১ ০৮:৩৩পি এম