About Us
মঙ্গলবার, ২২ জুন ২০২১
Md. Razib Hossain - (Kushtia)
প্রকাশ ০৯/০৬/২০২১ ০৫:৫৭পি এম

সাতক্ষীরায় করোনাভাইরাসের শনাক্তের হার ৫৯.৩৪ শতাংশ

সাতক্ষীরায় করোনাভাইরাসের শনাক্তের হার ৫৯.৩৪ শতাংশ Ad Banner

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৮ জন। শনাক্তের হার ৫৯ দশমিক ৩৪ শতাংশ। জেলায় একদিনে এটিই সর্বোচ্চ করোনা শনাক্তের হার।

বুধবার (৯ জুন) সকালে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত এই তথ্য নিশ্চিত করেন। গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৪ জন মারা গেছেন।

মৃতরা হলেন, সাতক্ষীরা সদরের রাজারবাগ এলাকার নজিব আলী মিস্ত্রি (৭০), আখড়াখোলা গ্রামের মিজানুর রহমান (৫০), শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের তলেন বক্স (৮০), শ্যামনগর উপজেলার নৈকাটি গ্রামের কালাচাঁদের ছেলে সামাদ শেখ (৫৫)।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (০৫ জুন) থেকে জেলাব্যাপী কঠোর লকডাউন চলছে। লকডাউনের কারণে করোনাভাইরাসের পরিস্থিতি কমছে কিনা সেটি জানা যাবে ১৪ দিন পর।

তিনি আরও জানান, বুধবার (০৯ জুন) পর্যন্ত জেলায় ২ হাজার ৯৭ জনের শরীরে করোনা করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩৬ জন।

উল্লেখ্য, চলমান লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ