About Us
MD Nurnobi Shown - (Chattogram)
প্রকাশ ০৮/০৬/২০২১ ০৭:৪৮পি এম

চট্টগ্রামে করোনা শনাক্ত বেড়েই চলেছে

চট্টগ্রামে করোনা শনাক্ত বেড়েই চলেছে Ad Banner

দেশব্যাপী মহামারি করোনা ভাইরাস শনাক্তকরন পরিক্ষা চলমান, চলছে চট্টগ্রামেও। সনাক্ত হচ্ছে দ্বিগুন হারে। আজ মঙ্গলবার (৭ই জুন)   ৪৫৯ জনের করোনা পরিক্ষা করে শনাক্ত করা হয় ৬০ জনের দেহে । কিন্তু ২৪ ঘণ্টায় সেটি ভিন্ন রুপ নিয়ে বেড়ে দাঁড়িয়েছে ১২৯ জনে। সাথে প্রানহারায় ২ জন।   

এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা  ৫৪,২১১ জন যার মধ্যে প্রাণ হারায় ৬২৮ জন।   

মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯টি ল্যাবে ১০,৪৩ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয় ১২৯ জনকে,যার মধ্যে নগরের ৮৯ জন এবং উপজেলার ৪০ জন।     

এর মধ্যে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্ত করা হয় নগরীর  প্রধান করোনা পরীক্ষাগার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস,শনাক্তের সংখ্যা ৩৩।  আর সর্বনিম্ন করোনা রোগী সনাক্ত করা হয় চট্টোপাধ্যায় বিশ্ববিদ্যালয় ল্যাবে,সনাক্তের সংখ্যা ১৫।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ