About Us
Reaz Mahmud - (Pirojpur)
প্রকাশ ০৮/০৬/২০২১ ০৪:৫০পি এম

ভাণ্ডারিয়ায় ওষুধ ব্যবসায়ী দু’দিন ধরে নিঁখোজ

ভাণ্ডারিয়ায় ওষুধ ব্যবসায়ী দু’দিন ধরে নিঁখোজ Ad Banner

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরে জামাল তালুকদার নামের এক ওষুধ ব্যবসায়ী দু’দিন ধরে নিঁখোজ। সে হাসপাতাল  সড়কের বিসমিল্লাহ  ফার্মেসীর মালিক। 

গত ৭ জুন সোমবার সকাল সাড়ে ৬ টায় প্রতিদিনের সে ওষুধের দোকানে যাওয়ার জন্য  বাসা থেকে বের হয়ে নিঁখোজ হন।   

তার ছোট ভাই শহিদুল ইসলাম তালুকদার জানান, গত ৭ জুন সকালে তার ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলে বাসা থেকে বের হয়ে অদ্যাবদী আর বাসায় ফিরে আসেননি তার দোকানও বন্ধ রয়েছে। তার সাথে থাকা মোবাইল ফোন নম্বর ০১৭৪০৬৩৮৯১২ বন্ধ রয়েছে। এ ঘটনায় তার স্ত্রী  রুমা বেগম, ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন( ডায়েরী নম্বর ৩০০, তারিখ ৭/০৬/২১ খ্রি:)।

তার স্ত্রী জানান, নিখোঁজ হওয়ার সময় তার পরণে ছিলো আকাশী কালারের ট্রাউজার, বেগুনি রং এর  ফুল সার্ট এবং পায়ে  প্লাস্টিক স্যান্ডেল ছিল।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ