About Us
মঙ্গলবার, ২২ জুন ২০২১
Abu Bakkar Siddik - (Gazipur)
প্রকাশ ০৭/০৬/২০২১ ১১:০৬পি এম

পুলিশি বাধায় নওগাঁয় ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন পন্ড

পুলিশি বাধায় নওগাঁয় ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন পন্ড Ad Banner

যথাযথ সুরক্ষা নিশ্চিতপূর্বক অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত মানববন্ধন কর্মসূচী পুলিশি বাধার মুখে  পড়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর  নেতাকর্মীগণ। 

আজ  সোমবার (৭ই জুন) বেলা ২ঘটিকায় নজিপুর বাসস্ট্যান্ডে মানববন্ধনের জন্য যোহরের নামাজের পূর্ব থেকে জেলার বিভিন্ন অধিস্তিত্ব শাখার নেতাকর্মীরা জমায়েত করতে থাকে। শান্তিপূর্ণ এ কর্মসূচিতে পুলিশ বাধা প্রদান করায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখা তীব্র নিন্দা জ্ঞাপন করে।     

উল্ল্যেখ্য  ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী ছাত্র সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মানবিক বাংলাদেশ গঠনে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সারাদেশে কাজ করছে।   

শিশুদের ওপর স্কুল বন্ধের বিরূপ প্রভাবের বিষয়ে অভূতপূর্ব প্রমাণ এবং স্কুলগুলো মহামারির চালিকা শক্তি নয় বলে জোরালো নজির থাকা সত্ত্বেও অনেক দেশই স্কুলগুলো বন্ধ রেখেছে, তা–ও প্রায় এক বছর ধরে। মহামারির চূড়ান্ত পর্যায়ে লকডাউনের কারণে স্কুল বন্ধ থাকায় বিশ্বব্যাপী ৯০ শতাংশ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়, যেখানে স্কুলগামী শিশুদের এক-তৃতীয়াংশই দূরশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সুযোগ পায়নি।

ফলে স্কুলগুলো বন্ধ রাখায় তা বিপর্যয় নিয়ে এসেছে।  মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখা এর সভাপতি আহমাদ শাফী,  সহ-সভাপতি মুহাম্মদ ফরহাদ আলম,  সাধারণ সম্পাদক  মুহাম্মাদ  আব্দুস সোবহান, পত্নীতলা থানা সভাপতি সাহিদ হাসান,  আইএবি পত্নীতলা সভাপতি প্রফেসর দেলোয়ার হোসেনসহ প্রমুখ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী।  মানব বন্ধনে বক্তাগন উপরক্ত বিষয়ে আলোকপাত করেন।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ